Feelings Reletive


 অনুভূতি/

জিবনের চলার পথে সময়/ দিন /ক্ষণ যতই এগিয়ে যাচ্ছে কেমন যেন নিজেকে ভালোবাসার লোক/আত্মীয় স্বজন সবাই কেমন যেন হারিয়ে যাচ্ছে, শুধু বেড়ে গেছে স্বার্থ পরতায় ভরা কিছু আগাছার পরিমান, স্বার্থ ছাড়া কাছে থাকা লোকগুলোও স্বার্থ ফুরালেই হারিয়ে যায় আবার তারা হাজির হয় নতুন রুপে নতুন সাজে। বিশ্বাস যেন দিন দিন কমছে মানুষের প্রতি মানুষের। 

জীবনে আপনি সবকিছু সহ্য করতে পারবেন কিন্তু স্বজনের অবলা যা সহ্যের বাইরে!