CDMS for Bangladesh Police

 ১। ব্যক্তি এন্ট্রিঃ



ব্যক্তি যদি সার্চ করে পাওয়া যায়ঃ

ব্যক্তি এন্ট্রি করতে হলে প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে ব্যক্তিকে বা ব্যক্তিগুলোকে এন্ট্রি করতে চাই তাদের নাম পূর্ব হতে সিডিএমএস সফ্ টওয়্যারে এন্ট্রি আছে কি না? সেটা সার্চ মেনু হতে এ্যাডভান্স ব্যক্তি সার্চ অপশনে গিয়ে ব্যক্তির নাম, ব্যক্তির পিতার নাম, দেশ, জেলা, থানা, গ্রাম, লিংগ ইত্যাদি অপশন সিলেক্ট করতে হবে (আসামী মহিলা হলে স্বামীর নাম এবং পিতার নাম উভয় দিয়ে নিশ্চিত হতে হবে কারণ বিবাহের পূর্বে যদি মামলা থেকে থাকে?)

নিচের ছবিতে লক্ষ করে দেখুন

সার্চ  করে যদি মামলার এজাহারে উল্লেখিত ব্যক্তির নাম, পিতার নাম এবং ঠিকানার সাথে সিডিএমএস সফ্ওয়্যারে সার্চ করে পাওয়া ব্যক্তির সাথে মিলে যায় তবে উক্ত ব্যক্তির PGID (Police Generated Identity) পুলিশ কর্তৃক তৈরীকৃত আইডির কোড লিখে বা কপি করে যে মামলা বর্তমান (নতুন করে) এন্ট্রি করতে যাচ্ছি সেটাতে ব্যক্তি এন্ট্রি অপশনে গিয়ে ঐ কপি করা বা পূর্ব হতে লিখে রাখা PGID (Police Generated Identity) কোডটি লিখে/পেস্ট করে দিয়ে ইন্টার চাপ দিলে সিডিএমএস সফ্ ট ওয়্যারে পূর্বে  থেকে এন্ট্রিকৃত ব্যক্তির নাম ঠিকানা প্রদর্শিত হবে। এরপর ব্যক্তির ভূমিকাসহ অন্যান্য অপশনগুলো পূরণ করে  সেভ এ ক্লিক করলে ব্যক্তি এন্ট্রির সম্পূর্ন তথ্য বামে প্রদর্শিত হবে। এভাবে অন্যান্য ব্যক্তিগুলোকে সার্চ/এন্ট্রি করতে হবে।
Post a Comment (0)
Previous Post Next Post